কোম্পানি আমলে ঢাকা (জেমস টেলর) |
১. (Topography of Dhaka) নামক গ্রন্থের লেখক ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকারের আমলের ঢাকায় কর্মরত সার্জন জেমস্ টেলর। ইনি বিদেশী ও একজন ইংরেজ ছিলেন। ইংরেজী 1939 সালে তিনি কলকাতস্থ ফোর্ট উইলিয়াম দুর্গের মেডিক্যাল বোর্ডের সচিব হাচিনসনের অনুরোধে তাঁর নিকট রোগ-ব্যাধির বিবরণসহ ঢাকার ভূ-প্রকৃতি ও পরিসংখ্যানের একটি সংক্ষিপ্ত বিবরণ লিখে পেশ করেন। অনুবাদক এরই বাংলা রূপান্তরের নামকরণ করেছেন ‘কোম্পানি আমলে ঢাকা’।
২. ‘কোম্পানি আমলে’ নামক গ্রন্থের অনুবাদক প্রফেরস মোহাম্মদ আসাদুজ্জামান। একজন বিশিষ্ট শিক্ষাবিদ, অনুবাদক ও চিন্তাশীল প্রবন্ধকার। বাংলা একাডেমী থেকে প্রকাশিত তাঁর অন্য আর একটি অনূদিত ও প্রকাশিত গ্রন্থ ‘বাংলার সামজিক ও সাংস্কৃতিক ইতিহাস’।
Company Amole Dhaka (James Taylor)
Reviewed by Unknown
on
12:40 AM
Rating:
No comments: